Android 12 অপারেটিং সিস্টেম আপডেট রোলআউট হওয়া শুরু হয়েছে। Google ব্র্যান্ডের Pixel ডিভাইসগুলিতে সবার আগে পাওয়া যাবে Android 12 আপডেট। সেইসঙ্গে OnePlus, Samsung ব্র্যান্ডের মতো কয়েকটি ব্র্যান্ড Android 12 আপডেটের বিটা ভার্সন রিলিজ করেছে। পাশাপাশি চাইনিজ স্মার্টফোন মেকার ব্র্যান্ড Realme, iQOO ডিভাইসগুলিতেও ডিসেম্বরের শেষের দিকে আসতে চলেছে Android 12 আপডেট। একনজরে দেখে নিন কোন কোন ব্র্যান্ডের কোন কোন হ্যান্ডসেটে আসতে চলেছে এই নতুন অপারেটিং সিস্টেম আপডেট-
ONEPLUS ফোনে ANDROID 12 আপডেট :
একসময় OnePlus ডিভাইসগুলি তাদের অভিনব সফটওয়্যার আপডেটের জন্য দারুণ পপুলার ছিল। তবে গত কিছু বছরে এই ব্র্যান্ডের অবস্থা কিছুটা হলেও বদলিয়েছে। OnePlus 9 সিরিজের স্মার্টফোন গুলিই এখনো পর্যন্ত Android 12 বিটা প্রোগ্রামের অ্যাক্সেস পাবে বলে জানা গিয়েছে। যার মানে হল 2021 সালের শেষের দিকে Android 12 আপডেট পাবে OnePlus 9, OnePlus 9R, OnePlus 9 Pro, OnePlus 9RT স্মার্টফোন।
XIAOMI ফোনে ANDROID 12 আপডেট :
এখনও পর্যন্ত কোন কোন Xiaomi মোবাইলগুলি Android 12 আপডেট পেতে চলেছে, তার কোনো অফিসিয়াল লিস্ট প্রকাশ পায়নি। তবে Mi 11 সিরিজ যে 2021 সালের শেষের দিকে Android 12 আপডেট পেতে চলেছে এই বিষয়টি একেবারে কনফার্ম। Mi 11 সিরিজের স্মার্টফোনগুলিতে এখন Android 12 বিটা ভার্সনের টেস্টিং চলছে বলে জানা গিয়েছে। Which recommends that a steady form of the Android 12 gadget will be accessible in the following two months.
SAMSUNG ফোনে ANDROID 12 আপডেট :
Samsung ব্র্যান্ডের কোন কোন স্মার্টফোনে Android 12 আপডেট পাওয়া যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কোম্পানি OneUI 4.0 বিটা ভার্সনের টেস্টিং করছে বেশ কিছু ফ্ল্যাগশিপ মডেলে। অফিসিয়ালি এই ব্যাপারে কিছু জানা না গেলেও Galaxy সিরিজের কিছু ফোনে আসতে পারে Android 12 আপডেট। আপাতত এমনটাই মনে করে হচ্ছে। যে সমস্ত Galaxy স্মার্টফোন Android 12 আপডেট পেতে পারে সেগুলি হল-
- Galaxy S21 সিরিজ,
- Galaxy Z Fold 3, Z Fold 2,
- Galaxy Z Flip 3, Z Flip,
- Galaxy Note 20,
GOOGLE PIXEL ফোনে ANDROID 12 আপডেট :
যেকোনো অ্যান্ড্রয়েড আপডেট লঞ্চ করলেই, সবার আগে পাওয়া যায় Google Pixel ডিভাইসগুলিতে। সমস্ত Pixel স্মার্টফোনেই আসতে চলেছে Android 12 আপডেট। ভারতে যে সমস্ত Pixel মোবাইলগুলিতে পাওয়া যাবে Android 12 আপডেট, সেগুলি হল-
Pixel 3, Pixel 3 XL
Pixel 3a, Pixel 3a XL
Pixel 4a, Pixel 4a 5G
OPPO ফোনে ANDROID 12 আপডেট :
কোন কোন Oppo ফোনে Android 12 আপডেট পাওয়া যাবে তার একটি লিস্ট রিলিজ করেছে কোম্পানি। তবে এই বছর স্মার্টফোনগুলিতে Android 12 অপারেটিং সিস্টেমের স্টেবেল আপডেট পাওয়া যাবে কিনা, তা জানা যায়নি। যে সমস্ত Oppo ডিভাইসে Android 12 আপডেট পাওয়া যাবে সেগুলি হল-
OPPO Find X3 Pro 5G, OPPO Find X2 Series, Reno 6 Series, Reno 5 Series
OPPO F19 Pro+, A74 5G, A73 5G
REALME ফোনে ANDROID 12 আপডেট :
Android 12 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে Realme ব্র্যান্ড অক্টোবরের শুরুতেই লঞ্চ করেছে Realme UI 3.0 সিস্টেম আপডেট। Realme GT স্মার্টফোন পেয়েছে এই নতুন Realme UI 3.0 আপডেট। অন্যান্য যে সমস্ত হ্যান্ডসেট এই সিস্টেম আপডেট পেতে চলেছে সেগুলি হল-
Realme X7 Max
Last Master Edition in Rail, Rail Pro 6, Last Neo 2 5G in Rail
VIVO ফোনে ANDROID 12 আপডেট :
Vivo ব্র্যান্ডের মোট 31 টি স্মার্টফোন পেতে চলেছে Android 12 আপডেট। নতুন অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে FunTouch OS 12 বিটা ভার্সন সিস্টেম আপডেট। The Vivo gadgets that are going to get this new update are:
Vivo X70 Pro+
Vivo X70 Pro +, X60 Pro, X60, V21, Y72 5G
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই বছর যে সমস্ত Vivo ফোনে Android 12 আপডেট পাওয়া যাবে সেগুলি বিটা ভার্সনের আপডেট। স্টেবেল ভার্সন পেতে লাগবে অনেকটা সময়। IQOO ফোনে ANDROID 12 আপডেট:iQOO ব্র্যান্ডের বেশ কিছু স্মার্টফোনে আসতে চলেছে Android 12 আপডেট। জানা গিয়েছে যে ডিসেম্বরের শেষের দিকে পাওয়া যাবে Android 12 অপারেটিং সিস্টেমের বিটা ভার্সনের আপডেট। যে সমস্ত ডিভাইসে আসতে চলেছে নতুন আপডেট সেগুলি হল-
iQOO 7 Legend
iQOO 7
iQOO Z3
iQOO Z5
It is relied upon that an update to the steady form of the Android 12 working framework will be accessible a couple of months after the send off of the beta rendition.