দেশের সবচেয়ে সস্তা বাইক, ১লিটার তেলে চলবে ৯০ কিমি

 

দেশের সবচেয়ে সস্তা বাইক, ১লিটার তেলে চলবে ৯০ কিমি



বাজাজ সিটি ১০০ দেশের সবচেয়ে বেশি মাইলেজের বাইক বলেই গণ্য করা হয়। এর দামও অনেক কম, মাত্র ৫০ হাজারের মধ্যে পেয়ে যাওয়া যাবে এই বাইক।

দেশের সবচেয়ে সস্তা বাইক, ১লিটার তেলে চলবে ৯০ কিমি












করোনা অতিমারীতে আর্থিক দিক থেকে ধাক্কা খেয়েছেন অনেকেই।

 লকডাউনের জেরে কাজ নেই। পকেটে তাই রীতিমতো টান। কিন্তু

 তা বলে মূল্যবৃদ্ধি বসে নেই। পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে জ্বালানির

 দাম। কলকাতা সহ একাধিক শহরে পেট্রল ডিজেলের দাম সেঞ্চুরি

 হাঁকিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খরচ কীভাবে চালাবেন,

 তা ভেবে উঠতে পারছেন না।


In this case, the mileage of some bikes is still a relief. It is the

 cheapest bike in the country, with higher mileage than other bikes.

 It runs 90 km per liter of petrol, which is not a word of mouth। 

এই বাইকের নাম বাজাজ সিটি ১০০। এটি দেশের সবচেয়ে বেশি

 মাইলেজের বাইক বলেই গণ্য করা হয়।


eco-friendly bicycle in India which has best mileage too bpsb


এই বাইক কিনতে গেলে এমন কিছু খরচা করতে হবে না গ্রাহককে।

 কারণ এর দামও অনেক কম, মাত্র ৫০ হাজারের মধ্যে পেয়ে যাওয়া

 যাবে এই বাইক। পাশাপাশি এটিতে রয়েছে BS6 সিস্টেম সহ ১০২

 সিসির ইঞ্জিন। কোম্পানির কথা অনুযায়ী গাড়িটি প্রতি লিটারে ৮৯.৫

 কিমি মাইলেজ দেয়। বর্তমানে ৬ টি রঙে এই বাইক পাওয়া যাচ্ছে।


এই বাইকের সিট যথেষ্ট আরামদায়ক। পেট্রল ট্যাঙ্কে লাগানো আছে

 বিশেষ রাবার প্যাড যাতে চালকের বাইকটি চালানোর সময় কোনো

 অসুবিধা না হয়। তবে একটি সমস্যা রয়েছে এই বাইকের।

 বাইকটিতে কোনও low fuel pointer নেই। ফলে গাড়ি চালাতে

 চালাতে অসুবিধায় পড়তে হতে পারে চালককে।


Bajaj CT100Best mileageLowBudget Bikefuel-proficient

 bikeজ্বালানির দামপেট্রল-ডিজেলের দামবাজাজ সিটি

 ১০০মূল্যবৃদ্ধিসস্তা বাইক



TecH Forever True

I am now a student .I am still my work .My dream is become a big Computer Enginnier.I am a Learner & Learning Is My Work.I am a Simple Blogger.Now My First Work Teach all Viewers about Computer & Android Hardware-Software.One Thing Don't Copy My Blog.Stay Tune With ✅"Tech Forever True"✅.......

Previous Post Next Post

Ad

Contact Form